ধাঁধা - ১
আমার মা যখন যায় তোমার মার পাশে,
দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে।
উত্তরঃ মামা
ধাঁধা - ২
দুধ দিয়া ফুল সাজে ,
খাইতে অনেক মিঠা লাগে।
উত্তরঃ সন্দেশ
ধাঁধা - ৩
কম দিলে যায় না খাওয়া, বেশি দিলে বিষ ,
মা বলেছে, বুঝে শুনে তার পরেতে দিস।
উত্তরঃ লবণ
ধাঁধা - ৪
চার পায়ে বসে,
আট পায়ে চলে রাক্ষস নয়,
খোক্ষস নয় আস্ত মানুষ গিলে।
উত্তরঃ পালকি
ধাঁধা - ৫
যে মুখে খায়,
সেই মুখে হাগে,
এই প্রাণি নিত্য রাত জাগে।
উত্তরঃ বাদুর
ধাঁধা - ৬
হাত দিলে বন্ধ করে,
সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব,
তার মুখ নাহি তোলে।
উত্তরঃ লজ্জাবতী লতা
ধাঁধা - ৭
সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস,
মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
উত্তরঃ মেঘ
ধাঁধা - ৮
চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে,
কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
উত্তরঃ পেঁয়াজ
ধাঁধা - ৯
তিন অক্ষরে নাম তার অনেক লোকে খায়,
মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।