On this website you will find quotes from famous writers, their biographies and literary works. You can easily share the quotes on your personal social media site. This website topics are designed to be easy to read and easy to remember. Contact us if you need any information or advice.
দ্বন্দ্ব সমাস
কাজ ও কর্ম= কাজ-কর্ম
দিন ও রাত= দিন-রাত
হার অথবা জিৎ= হার-জিৎ
দুধ ও কলা= দুধ-কলা
চাল ও ডাল= চাল-ডাল
কাগজে ও কলমে= কাগজে-কলমে
রূপ, রস, গন্ধ ও স্পর্শ= রূপ-রস-গন্ধ-স্পর্শ
তুমি, আমি ও সে= আমরা
কর্মধারয় সমাস
সিংহ চিহ্নিত আসন= সিংহাসন,
সাহিত্য বিষয়ক সভা= সাহিত্যসভা,
স্মৃতি রক্ষার্থে সৌধ= স্মৃতিসৌধ,
ব্রাহ্মণ ধর্মীয় প্রধান পুরোহিত= ব্রাহ্মণ পুরোহিত,
জগতের রক্ষাকারী ঈশ্বর= জগদীশ্বর,
সূর্য উদয়কালীন মন্ত্র= সূর্যমন্ত্র,
মৌ ভর্তি চাক= মৌচাক,
গাছকদম= গাছে ফুটিত কদম,
সন্ধিগীত= সন্ধি যোগঘটানো গীত,
কাঁচকলা= কাঁচা অবস্থায় কলা,
চিকিৎসাশাস্ত্র= চিকিৎসা বিষয়ক শাস্ত্র,
ঘরজামাই= ঘর আশ্ৰিত জামাই।
তুষারের ন্যায় শুভ্র= তুষারশুভ্র,
অরুণের ন্যায় রাঙা= অরুণরাঙা,
রক্তের ন্যায় লাল= রক্তলাল।
মুখ চন্দ্রের ন্যায়= চন্দ্রমুখ,
পুরুষ সিংহের ন্যায়= সিংহপুরুষ।
ক্রোধ রূপ অনল= ক্রোধানল,
বিষাদ রূপ সিন্ধু= বিষাদসিন্ধু,
মন রূপ মাঝি= মনমাঝি।
যে চালাক সেই চতুর= চালাক-চতুর।
যিনি জজ তিনিই সাহেব= জজসাহেব।
আগে ধোয়া পরে মোছা= ধোয়ামোছা।
সুন্দরী যে লতা= সুন্দরলতা,
মহতী যে কীর্তি= মহাকীর্তি।
মহৎ যে জ্ঞান= মহাজ্ঞান,
মহান যে নবি= মহানবি।
কু যে অর্থ= কদর্থ,
কু যে আচার= কদাচার।
মহান যে রাজা= মহারাজ।
সিদ্ধ যে আলু= আলুসিদ্ধ,
অধম যে নর= নরাধম।
তৎপুরুষ সমাস
বিপদকে আপন্ন= বিপদাপন্ন
দুঃখকে প্রাপ্ত= দুঃখপ্রাপ্ত,
বিপদকে আপন্ন= বিপদাপন্ন,
পরলোকে গত= পরলোকগত,
পুঁথিতে গত= পুঁথিগত।
চিরকাল ব্যাপিয়া সুখী= চিরসুখী।
মন দিয়ে গড়া= মন গড়া,
শ্রম দ্বারা লব্ধ= শ্রমলব্ধ,
মধু দিয়ে মাখা= মধুমাখা।
এক দ্বারা ঊন= একোন,
বিদ্যা দ্বারা হীন= বিদ্যাহীন,
জ্ঞান দ্বারা শূণ্য= জ্ঞানশূণ্য,
পাঁচ দ্বারা কম= পাঁচ কম।
স্বর্ণ দ্বারা মণ্ডিত= স্বর্ণমণ্ডিত
গুরুকে ভক্তি= গুরুভক্তি,
আরামের জন্য কেদারা= আরামকেদারা,
বসতের নিমিত্ত বাড়ি= বসতবাড়ি,
বিয়ের জন্য পাগলা= বিয়েপাগলা
খাঁচা থেকে ছাড়া= খাঁচাছাড়া,
বিলাত থেকে ফেরত= বিলাতফেরত
স্কুল থেকে পালানো= স্কুলপালানো,
জেল থেকে মুক্ত= জেলমুক্ত
পরাণের চেয়ে প্রিয়= পরাণপ্রিয়।
খাচা থেকে ছাড়া – খাচাছাড়া
চায়ের বাগান= চাবাগান,
রাজার পুত্র= রাজপুত্র,
খেয়ার ঘাট= খেয়াঘাট
গজনীর রাজা= গজনীরাজ,
রাজার পুত্র= রাজপুত্র,
পিতার ধন= পিতৃধন,
মাতার সেবা= মাতৃসেবা,
ভ্রাতার স্নেহ= ভ্রাতৃস্নেহ,
পুত্রের বধূ= পুত্রবধূ
পত্নীর সহ= পত্নীসহ,
কন্যার সহ= কন্যাসহ,
সহোদরের প্রতিম= সহোদরপ্রতিম/ সোদরপ্রতিম
অহ্নের (দিনের) পূর্বভাগ= পূর্বাহ্ন।
ছাত্রের বৃন্দ= ছাত্রবৃন্দ,
গুণের গ্রাম= গুণগ্রাম,
হস্তীর যূথ= হস্তীযূথ
পথের অর্ধ= অর্ধপথ,
দিনের অর্ধ= অর্ধদিন।
মৃগীর শিশু= মৃগশিশু,
ছাগীর দুগ্ধ= ছাগদুগ্ধ
পথের রাজা= রাজপথ,
হাঁসের রাজা= রাজহাঁস।
ভ্রাতার পুত্র= ভ্রাতুষ্পুত্র (নিপাতনে সিদ্ধ)
গাছে পাকা= গাছপাকা,
দিবায় নিদ্রা= দিবানিদ্রা
পূর্বে ভূত= ভূতপূর্ব,
পূর্বে অশ্রুত= অশ্রুতপূর্ব,
পূর্বে অদৃষ্ট= অদৃষ্টপূর্ব।
ন বিশ্বাস= অবিশ্বাস (বিশ্বাসের অভাব),
ন লৌকিক= অলৌকিক (ভিন্নতা),
ন কেশা= অকেশা (অল্পতা),
ন সুর= অসুর (বিরোধ),
ন কাল= অকাল (অপ্রশস্ত),
ন ঘাট= অঘাট (মন্দ)
জলে চরে যা= জলচর,
জল দেয় যা= জলদ,
পঙ্কে জন্মে যা= পঙ্কজ
বহুব্রীহি সমাস
বহু ব্রীহি (ধান) আছে যার= বহুব্রীহি
হত হয়েছে শ্রী যার= হতশ্রী,
খোশ মেজাজ যার= খোশমেজাজ
দুই কান কাটা যার= দু কানকাটা,
বোঁটা খসেছে যার= বোঁটাখসা
হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি,
কানে কানে যে কথা= কানাকানি
ন (নাই) জ্ঞান যার= অজ্ঞান,
বে (নাই) হেড যার= বেহেড,
না (নাই) চারা (উপায়) যার= নাচার,
নি (নাই) ভুল যার= নির্ভুল,
না (নয়) জানা যা= নাজানা, অজানা
বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর= বিড়ালচোখী,
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে= হাতেখড়ি
মেনিমুখো,সোনাক্ষি= সোনার ন্যায়মূল্যপূর্ন অক্ষি যার,
জন্মাষ্টমী= জন্ম হয়েছে অষ্টমীর দিনে যার,
রুদ্রাক্ষী= রুদ্র রূপ হইতে অক্ষি যার,
শ্রাবণমাস= শ্রাবণমাস হইতে বর্ষা হওয়ার কাল
এক দিকে চোখ (দৃষ্টি) যার= একচোখা (চোখ+আ),
ঘরের দিকে মুখ যার= ঘরমুখো (মুখ+ও),
নিঃ (নেই) খরচ যার= নি-খরচে (খরচ+এ),
তিন (তে) ভাগ যার= তেভাগা (আন্দোলনবিশেষ; ভাগ+আ)
মাথায় পাগড়ি যার= মাথায়পাগড়ি,
গলায় গামছা যার= গলায়গামছা (লোকটি)
দশ গজ পরিমাণ যার= দশগজি,
চৌ (চার) চাল যে ঘরের= চৌচালা
আয়ত লোচন যার= আয়তলোচনা (স্ত্রী),
মহান আত্মা যার= মহাত্মা,
স্বচ্ছ সলিল যার= স্বচ্ছসলিলা,
নীল বসন যার= নীলবসনা,
স্থির প্রতিজ্ঞা যার= স্থিরপ্রতিজ্ঞ,
ধীরবুদ্ধি যার= ধীরবুদ্ধি।
বান্ধবসহ বর্তমান= সবান্ধব,
সহ উদর যার= সহোদর> সোদর
নদী মাতা (মাতৃ) যার= নদীমাতৃক,
বি (বিগত) হয়েছে পত্নী যার= বিপত্নীক
কমলের ন্যায় অক্ষি যার= কমলাক্ষ,
পদ্ম নাভিতে যার= পদ্মনাভ
যুবতী জায়া যার= যুবজানি (‘যুবতী’ স্থলে ‘যুব’ এবং ‘জায়া’ স্থলে ‘জানি’ হয়েছে)
চন্দ্র চূড়া যার= চন্দ্রচূড়,
বিচিত্র কর্ম যার= বিচিত্রকর্মা
সমান কর্মী যে= সহকর্মী,
সমান বর্ণ যার= সমবর্ণ,
সমান উদর যার= সহোদর
সুগন্ধ যার= সুগন্ধি,
পদ্মের ন্যায় গন্ধ যার= পদ্মগন্ধি,
মৎস্যের ন্যায় গন্ধ যার= মৎস্যগন্ধা।
দু দিকে অপ যার= দ্বীপ,
অন্তর্গত অপ যার= অন্তরীপ,
নরাকারের পশু যে= নরপশু,
জীবিত থেকেও যে মৃত= জীবন্মৃত,
পণ্ডিত হয়েও যে মূর্খ= পণ্ডিতমূর্খ
দ্বিগু সমাস
পঞ্চ হস্ত প্রমাণ ইহার = পঞ্চহস্তপ্রমাণ
পঞ্চ (পাঁচটি) গো দ্বারা ক্রীত = পঞ্চগু
ত্রি (তিন) লোকের সমাহার = ত্রিলোক।
অব্যয়ীভাব সমাস
জানু পর্যন্ত লম্বিত (‘পর্যন্ত’ শব্দের অব্যয় ‘আ’)= আজানুলম্বিত (বাহু),
মরণ পর্যন্ত= আমরণ।
কণ্ঠের সমীপে= উপকণ্ঠ,
কূলের সমীপে= উপকূল
দিন দিন= প্রতিদিন,
ক্ষণে ক্ষণে= অনুক্ষণে,
ক্ষণ ক্ষণ= অনুক্ষণ
আমিষের অভাব= নিরামিষ,
ভাবনার অভাব= নির্ভাবনা,
জলের অভাব= নির্জল,
উৎসাহের অভাব= নিরুৎসাহ
সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত= আসমুদ্রহিমাচল,
পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক
শহরের সদৃশ= উপশহর,
গ্রহের তুল্য= উপগ্রহ,
বনের সদৃশ= উপবন
রীতিকে অতিক্রম না করে= যথারীতি,
সাধ্যকে অতিক্রম না করে= যথাসাধ্য
বেলাকে অতিক্রান্ত= উদ্বেল,
শৃঙখলাকে অতিক্রান্ত= উচ্ছৃঙখল
বিরুদ্ধ বাদ= প্রতিবাদ,
বিরুদ্ধ কূল= প্রতিকূল
পশ্চাৎ গমন= অনুগমন,
পশ্চাৎ ধাবন= অনুধাবন
ঈষৎ নত= আনত,
ঈষৎ রক্তিম= আরক্তিম
অক্ষির অগোচরে= পরোক্ষ
সম্বল = বলের সম্পর্কে,
সম্মান= মানের সম্পর্কে,
সমক্ষে= অক্ষের সম্পর্কে
অনুসন্তান= যোগ্য সন্তান,
অনুকূল= কুলের যোগ্য,
অনুদান= দানের যোগ্য
অন্যান্য সমাস:
নিত্য সমাস
কেবল তা = তন্মাত্র,
অন্য গ্রাম = গ্রামান্তর,
কেবল দর্শন = দর্শনমাত্র,
অন্য গৃহ = গৃহান্তর,
(বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ,
তুমি আমি ও সে = আমরা
দুই এবং নব্বই = বিরানব্বই
অলুক সমাস
দুধে-ভাতে,
জলে-স্থলে,
দেশে-বিদেশে,
হাতে-কলমে,
ঘোড়ার ডিম,
মাটির মানুষ,
মামার বাড়ি,
গায়ে পড়া,
গায়ে হলুদ,
হাতেখড়ি,
মুখে-ভাত,
কানে-কলম
উপপদ সমাস
কুম্ভ করে যে = কুম্ভকার
প্রাদি সমাস
সম্যক্ যে আদর = সমাদর,
প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ,
অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ,
প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত,
প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি
প্রদর্শন=প্রকৃত রুপে দর্শন,
প্রনাম=প্রত্যয় দ্বারা নাম
বাক্যাশ্রয়ী সমাস
বসে আঁকো প্রতিযোগিতা’, ‘সব পেয়েছির দেশ
তথ্যসূত্র: উইকিপিডিয়া ,নবম ও দশম শ্রেণির পাঠ্যপুস্তক